** হাসপাতালের রোগশয্যা থেকে (খোলা চিঠি) ** - মাওলানা আবু তাহের মিসবাহ দা.বা. (আদীব হুজুর).

লিখেছেন লিখেছেন আওণ রাহ'বার ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১০:৫০ সকাল

** [হযরত মাওলানা আবু তাহের মেছবাহ দামাত বারাকাতুহুম এখন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি। এক সপ্তাহ যাবৎ সিসিইউতে আছেন। এমন নাযুক মুহূর্তেও আমরা যারা তালেবানে ইলম আমাদের জন্য তিনি এই নসীহতনামা নিজ কলমে লিখে পাঠালেন। সুবহানাল্লাহিল আযীম।

আমি আশা করি আমরা নসীহতগুলোর খুব কদর করব। হুযুরের জন্য দুআ করি, হুযুরের উস্তাযের জন্য দুআ করি। আমাদের সকল আকাবিরের সিহ্হাত আফিয়াত এবং দীর্ঘ নেক হায়াতের জন্য দুআ করি। অনেকে মহব্বত ও ইখলাছ নিয়ে সরাসরি হাসপাতালে গিয়ে ইয়াদাত করতে চান। কিন্তু একে তো হাসপাতালের পক্ষ থেকে নিষেধাজ্ঞা। দ্বিতীয়ত হুযুরের পসন্দ হল, আমরা নিজ জায়গায় থেকে দুআতে থাকি। ইনশাআল্লাহ এতে আমরা ইয়াদাতের ছওয়াবও পেয়ে যাব। খুশির বিষয়, আলহামদু লিল্লাহ, হুযুরের হালত ভালোর দিকেই যাচ্ছে। - মাওলানা আবদুল মালেক সাহেব দা.বা.]

.

** بسم الله الرحمن الرحيم

হে প্রিয় তালেবানে ইলম! হাসপাতালের রোগশয্যা থেকে তোমাদেরকে; প্রথমত যারা মাদরাসাতুল মাদীনায় পড়, দ্বিতীয়ত যারা মাদানী নেসাবে পড়, তৃতীয়ত যারা না দেখে আমাকে ভালোবাসো, তোমাদের সবাইকে আমার মুহব্বতপূর্ণ সালাম।

আলহামদু লিল্লাহ আমার কথাগুলো এখন মৃত্যুকে ছুঁয়ে ছুঁয়ে, আশা করি ইনশাআল্লাহ আমল করার নিয়তে গ্রহণ করলে কামিয়াব হবে। এ কয়দিন শুধু বিছানায় পড়ে আছি চিত হয়ে। মৃত্যুর সঙ্গেই যেন বসবাস করছি এবং মৃত্যুকে যেন কিছুটা ভালোবাসতেও শুরু করেছি। পুরোপুরি চিনে উঠতে পারিনি। তবু বুঝতে পেরেছি এ মৃত্যুর পোলটা পার হলেই মাওলায়ে করীমের সঙ্গে আমার মিলন।

মৃত্যু এখন কত কাছে! এই যেন একটু সুঘ্রাণ পেলাম। এই হরফগুলো যখন লিখছি আমার খুব কাছে আল্লাহর এক বান্দা মৃত্যুযন্ত্রনা ভোগ করছে। দেখছি আর লিখছি। এমন লেখা কি সবসময় লেখা যায়?

.

** এই যে আল্লাহর বান্দা চলে গেলো, জীবনের সমাপ্তি হলো এবং অনন্ত জীবন শুরু হয়ে গেলো। আমার ডাক যখন আসবে, কখন আসবে জানি না, আমি ছুটে যাব, মা যেমন হাতছানি দিয়ে ডাকে আর অবুঝ সন্তান ছুটে গিয়ে মায়ের কোলে আশ্রয় নেয়। তোমরা শুধু একটু দুআ কর আসানির সঙ্গে আমার ঈমানের জন্য

পরিবেশ এখন এমন, ইচ্ছে করলেও ফেরার কথা ভাবা যায় না। মনটা আল্লাহর প্রিয় আপনাতেই যেন সমর্পিত হতে চায়। তো নেয়ামতের শোকর হিসাবে বলছি, আমি তালেবানে ইলমকে সবসময় বলি, কিন্তু কেউ বুঝতে চায় না। কথাটা হলো...

সুবহানাল্লাহ! এত বড় আল্লাহু আকবার বলে, এইমাত্র আরেকজন...

.

** বলছিলাম, কথাটা হলো কিতাবের পাতা হলো ইলম হাসিলের সবচে’ দুর্বল মাধ্যম, এর চেয়ে অনেক সমৃদ্ধ মাধ্যম হলো বিশ্বজগতের এই খোলা কিতাব, আরো শক্তিশালী মাধ্যম হলো উস্তাযের মুহব্বতপূর্ণ ছোহবত, আরো উর্ধ্বস্তরের মাধ্যম আল্লাহর সঙ্গে মুহব্বতের তাআল্লুক, তাফবীযের তাআল্লুক। তো এই সমস্ত মাধ্যম যে যথাযথরূপে ব্যবহার করে, সেই প্রকৃত আলিম, নূরান্বিত আলিম। কথাগুলো নতুন কিছু নয় তবে মউতের মাঝখানে বসে লিখছি এবং আমার আল্লাহর ইশারায় লিখছি, তাই ফায়দা আশা করা যায়।

.

** তোমরা আমার পেয়ারা ভাই আল্লাহকে মুহব্বত করো, আল্লাহ ও তার রাসূলের ইত্বাআত করো। আমাদের খোলা দুশমন শয়তানের প্ররোচনা থেকে বেঁচে থাকার চেষ্টা করো, আর সবসময় ইস্তিগফার কর, করতে থাকো। ইস্তিগফার যদি একটু শরমেন্দিগির সঙ্গে হয় তাহলে তা তোমাকে আল্লাহর কাছাকাছি রাখবে, কখনো তোমাকে আল্লাহ থেকে দূরে যেতে দেবে না। আর শয়তানকেও কামিয়াব হতে দেবে না।

নেক আখলাক অর্জন করো। মানুষ যেন মনে করে এরা ইনসান নয়, আসমান থেকে নেমে আসা ফেরেশতা। বিশ্বাস কর, লড়াই করে হয়ত হকের কোন কথা প্রতিষ্ঠিত করতে পারবে, কিন্তু মানুষের দিলের বদ্ধ দুয়ার খুলতে পারবে না। তা পারবে ভালোবাসা দিয়ে, হামদর্দি দিয়ে, যুক্তি দিয়ে, যেমন আল্লাহ আদেশ করেছেন।

.

** হাসপাতালে আমি ইচ্ছা করে আসিনি। এটাই আমার জীবনে প্রথম হাসপাতালে প্রবেশ। কিন্তু আমাকে যারা জানে তারা বোঝবে কত কঠিন অবস্থা হলে হাসপাতালে এসে এতদিন পড়ে থাকতে পারি। আমার প্রার্থনা, কাউকেই যেন হাসপাতালে আসতে না হয়, আল্লাহ যেন এমনিতেই আসান করে দেন। তবে আল্লাহর অনেক দয়া। হাসপাতালের এই কয়দিনের জীবনে আল্লাহ মেহেরবান যা কিছু দান করেছেন তা আল্লাহর কসম দুনিয়া-জাহানের সমস্ত সম্পদ থেকে উত্তম। দুআ করি, আল্লাহ তাআলা যেন এই সমস্ত সম্পদ ভরপুর পরিমাণে তোমাদেরকে দান করেন। তোমরা আমাকে এত ভালোবাসো তোমাদের জন্য দুআ না করে কি পারি! তবে ছাহিবে ফিকির ও ছাহিবে সাখছিয়াত হওয়ারও চেষ্টা করো, তখন দেখবে নিজেকে তোমার আকাশের পূর্ণিমার উজ্জ্বল চাঁদের চেয়েও নূরানী মনে হবে। তুমি বাসি ডাল খাবে, ছেঁড়া জামা গায়ে দেবে, ফাটা জুতা পরবে কিন্তু তোমাকে খরিদ করতে পারে এমন সম্পদ এবং এমন সম্পদশালী পৃথিবীতে পাবে না, তোমার খরিদ্দার শুধু আল্লাহ রাব্বুল আলামীন।

.

** আমার তো সব শেষ হয়ে গেছে, মনে পড়ছে হাদীসে যেন এক মযমূন আছে ‘যার ষাট হয়ে গেছে তার আল্লাহর কাছে ওযর পেশ করার আর কিছু নেই।’ তোমাদের জন্য জীবন আছে, সেই জীবনের মধ্যে আমরা বেঁচে থাকতে চাই। বিশ্বাস করো, জীবনটা সত্যি কচুপাতার পানি। এই আছে, তো এই নেই। এমন জীবনের ধোঁকায় পড়ে থেকো না।

চোখে চশমা নেই, ভাল করে দেখতে পাচ্ছি না, হাতের শক্তিও ফুরিয়ে গেছে, ডাক্তার বারবার নিষেধ করছেন, বলছেন, হুযূর! আপনার স্বাস্থ্যের বর্তমান পজিশন যদি জানতেন তাহলে কলম হাতে নেওয়ার কথা কল্পনাও করতেন না। কিন্তুু আপনার ইচ্ছার প্রতি সম্মান করাও কর্তব্য, আর মাত্র দু’মিনিট লিখুন তারপর সিসিইউতে যতদিন আছেন কলম হাতে নেওয়ার চিন্তাও করা ঠিক হবে না। কথাটা আবারও মনে পড়ে গেল, সামান্য একটু আখলাক যে চিকিৎসকের মত এমন জাগতিক মানুষকে এমন করে ভালোবাসাতে পারে।

তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, আল্লাহ তোমাদের সবাইকে মঙ্গল করুন। আমীন। আমার এ কথাগুলো তোমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, কেয়ামত পর্যন্ত আমার সমস্ত তালেবানে ইলম ভাইয়ের জন্য।

صلى الله عليه و سلم

তোমাদের খাদেম

আবু তাহের মেছবাহ

বুধবার

আছর থেকে মাগরিব

(১০/১১/১৪৩৬ হি.)

.

(সৌজন্যে: মাসিক আলকাউসার, চলতি সংখ্যা)

বিষয়: বিবিধ

২২৭১ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340814
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৪৫
এনাম বিন আব্দুল হাই লিখেছেন : হে মাওলায়ে কারীম! আমাদের এই মহান উস্তাদ কে তুমি দুনিয়াবাসীদের জন্য যেমন ভালোবাসার পাত্র বানিয়েছো। আসমানের বাসিন্দাদের জন্যেও তেমন ভালোবাসার পাত্র বানিয়ে দাও! আমিন!
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৮
282230
অপি বাইদান লিখেছেন : আপনার হুজুর মৃত্যুকে ভয় পান, উনি মরতে চান্না। তাইতো হাসপাতালে ডাক্তারের আশ্রয়ে গেয়েছেন যাতে আরো কিছু দিন বেঁচে থাকা
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
282335
আওণ রাহ'বার লিখেছেন : শব্দরা কথা বলতে চায়না! অশ্রু যেনো কথা বলে!! ইয়া আল্লাহ হাযরাতকে নেক হায়াত দানকরুন! হাযরাতকে পরিপূর্ণ সুস্থতা দান করুন! ইয়া আল্লাহ হাযরাতের অসম্পূর্ণ কাজগুলোকে সমাপ্ত করে দিন! আমিন
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
282336
আওণ রাহ'বার লিখেছেন : আপনার দোয়ায় আমীন! ভাইয়া।
জাজাকাল্লাহ খাইরান।
340824
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৭
অপি বাইদান লিখেছেন : আপনার হুজুর মৃত্যুকে ভয় পান, উনি মরতে চান্না। তাইতো হাসপাতালে ডাক্তারের আশ্রয়ে গেয়েছেন যাতে আরো কিছু দিন বেঁচে থাকা যায়।
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
282337
আওণ রাহ'বার লিখেছেন : ধর্মবিদ্ধেষীদের ভিতরে সভ্যতার ছিঁটাও থাকেনা সেটা জানতাম।
কিন্তু সেটা যে, কাউকে মানবতাহীনতার এতো নিচুস্তরে নামিয়ে দেয়া সেটা জানতাম না!!!
ধর্মবিদ্ধেষীরা যে মানবতাকে পদাঘাত করে চতুষ্পদ জন্তুর থেকেও নিচে নেমে যায়! তার জ্বলজ্যান্ত উদাহরণ পেলাম আজকে!!! একজন মূমুর্ষপ্রায় মানুষকে এমন কথা কোন হৃদয়হীনও বলতে পারেনা সে যতবড়ই শত্রুহোকনা কেনো!?
মনুষত্ব্যকে বিসর্জন দিয়ে এতো নিচে নামবেন সেটা আপনার স্বজাতিরাও কখনও চিন্তা করবেনা।
কি আর বলার এমন মূর্খদের যারা শব্দলিখতে পারে!
আমাদের থু থু এদের উপযুক্ত নয়!
কারন থুথু পাওয়ার জন্যও যোগ্যতা প্রয়োজন হয়।
340840
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৫
282338
আওণ রাহ'বার লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
দোয়া চাই হুজুরের জন্য। আমীন।
340847
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৫৮
সালাম আজাদী লিখেছেন : আল্লাহ তাকে সুস্থ করে দিন, তার মত আলিমের দরকার দেশে ওনেক বেশি
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
282359
আওণ রাহ'বার লিখেছেন : আমিন স্যার আপনার দোয়ায়।
হাযরাতের বারাকাহ আমাদের আল্লাহ আরো দান করেন। আমীন
340855
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৩৯
মেঘবালক লিখেছেন : আল্লাহ উনাকে সুস্থতা এবং হায়াতে তৈয়বা দান করুক। আমীন।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৬
282389
আওণ রাহ'বার লিখেছেন : আমীন আপনার দোয়ায়।
জাজাকাল্লাহ মন্তব্যের জন্য!
340862
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:০৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কিতাবের পাতা হলো ইলম হাসিলের সবচে’ দুর্বল মাধ্যম, এর চেয়ে অনেক সমৃদ্ধ মাধ্যম হলো বিশ্বজগতের এই খোলা কিতাব, আরো শক্তিশালী মাধ্যম হলো উস্তাযের মুহব্বতপূর্ণ ছোহবত, আরো উর্ধ্বস্তরের মাধ্যম আল্লাহর সঙ্গে মুহব্বতের তাআল্লুক, তাফবীযের তাআল্লুক। তো এই সমস্ত মাধ্যম যে যথাযথরূপে ব্যবহার করে, সেই প্রকৃত আলিম, নূরান্বিত আলিম।

ছাহিবে ফিকির ও ছাহিবে সাখছিয়াত হওয়ারও চেষ্টা করো, তখন দেখবে নিজেকে তোমার আকাশের পূর্ণিমার উজ্জ্বল চাঁদের চেয়েও নূরানী মনে হবে। তুমি বাসি ডাল খাবে, ছেঁড়া জামা গায়ে দেবে, ফাটা জুতা পরবে কিন্তু তোমাকে খরিদ করতে পারে এমন সম্পদ এবং এমন সম্পদশালী পৃথিবীতে পাবে না, তোমার খরিদ্দার শুধু আল্লাহ রাব্বুল আলামীন।


উফাও্যিদ্বু আমরি ইলাল্লাহ...

Praying Praying Praying Praying Praying Praying

অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪৩
282614
আওণ রাহ'বার লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম অ রহমাতুল্লাহ।
তিনি আমার সবচেয়ে প্রিয় লেখক!
তিনি রহমানের তৌফিকে একটি বিপ্লব ঘটিয়েছেন।
দোয়া করি তার এসো তাফসির শিখি বইটি রব্বুল কারীম সম্পূর্ণ করার তওফীক দান করেন।
আমীন।
- তার লিখাগুলো পাষন্ড হৃদয়কেও টুকরো টুকরো করে দেয়।
জাজাকাল্লাহ ভাইয়া।

১২ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩২
282689
আবু সাইফ লিখেছেন : আ মী ন!!
340867
১০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৮
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আল্লাহু তুমি হুজুরকে সুস্হ করে নেক হায়াত দাও মালিক।
১২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৬:৪৪
282615
আওণ রাহ'বার লিখেছেন : আমীন।
হুজুর সুস্থতার পথে সবাই দোয়া করি!
340879
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩৩
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আলেমরা এত সুন্দর করে কিভাবে কথা বলেন আমি মাঝে মাঝে খুব মুগ্ধ হই। আল্লাহর নবীরা তাহলে না জানি কেমন ছিলেন।
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩২
283961
আওণ রাহ'বার লিখেছেন : একটি সীরাত পড়তে পারেন!
মূলঃ রাসুলে আরাবী-
গুরুদত্ত সিং।
অনুবাদঃ 'তোমাকে ভালবাসি হে নবী' - আবু তাহের মিসবাহ।
দারুল কলম প্রকাশনী।
আমার মনে হয় বইটি পড়ার সময় যেকেউ আর মর্তে থাকবেনা ভাবাবেগে উর্ধোলোকের বাসিন্দা হয়ে যাবে।
Good Luck সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ।
Good Luck জবাব দেরিতে দেয়ার জন্য দুঃখীত! একসপ্তাহ প্রচন্ডরকম অসুস্থ ছিলাম।
জাজাকাল্লাহ
340949
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:০৬
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
হযরতের অন্তিম কথাগুলো আমাদের নিকট পৌছানোর জন্য জাযাকাল্লাহ খাইর।
আল্লাহ তায়ালা হযরতকে সুস্থ ও নেক হায়াত দান করুক। আমীন ইয়া আল্লাহ।
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৩৬
283962
আওণ রাহ'বার লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম অ রহমাতুল্লাহ।
সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ।
Good Luck জবাব দেরিতে দেয়ার জন্য দুঃখীত! একসপ্তাহ প্রচন্ডরকম অসুস্থ ছিলাম।
জাজাকাল্লাহ।
Good Luck আমীন হাযরাতের পরিপূর্ণ সুস্থতার কামনা করছি।
১০
340989
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:৫১
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম । আল্লাহ উনাকে সুস্থতা দান করুণ! সবর করার তৌফিক দান করুণ! আমিন ।

জাযাকাল্লাহ খাইর! Good Luck
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪২
283963
আওণ রাহ'বার লিখেছেন : ওয়ালাইকুমুসসালাম অ রহমাতুল্লাহ।
সুন্দর মন্তব্যটির জন্য অসংখ্য ধন্যবাদ।
আমীন
২২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
284316
সাদিয়া মুকিম লিখেছেন :
১১
341003
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:১৯
কাহাফ লিখেছেন : মাওলানা আবু তাহের মিসবাহ দা:বা: ইসলামী সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র!
বিষয়ের গভীরতা পাঠকের হৃদয়ে চমৎকার সাবলীলতায় গেথে দেন!
পরওয়ার দিগারের কাছে উনার শিফায়ে কামেলা এবং হায়াতে তাইয়েবার মিনতী রাখছি!
জাযাকুনুল্লাহু খাইরান!!
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৫০
283964
আওণ রাহ'বার লিখেছেন : জ্বী ভাইয়া ইতিহাস কথা বলবে!
শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ আলেম মানুষ গড়ার কারিগর!
Good Luck Good Luck
উনি একটি গোষ্ঠী তৈরি করেছেন!
ওনার রুহানি হাতধরে একটা বিপ্লব ঘটে গেছে!
ইনশাআল্লাহ আগামী ২০ বছরে একটা মহাবিপ্লব ঘটবে।
দোয়াকরি হাযরাতের অসম্পূর্ণ কাজ রব্বেকারীম পূর্ণ করে দিন। আমীন।
ওয়াইয়াকুম।
Good Luck Good Luck Good Luck
১২
341279
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:০২
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার নছিহত যা শুধু তাঁর ছাত্রদের জন্য নয়, আমাদের জন্যও অনেক কল্যানের।
২০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০১
283965
আওণ রাহ'বার লিখেছেন : সুন্দর মন্তব্যটির জন্য অনেক ধন্যবাদ।
Good Luck জবাব দেরিতে দেয়ার জন্য দুঃখীত! একসপ্তাহ প্রচন্ডরকম অসুস্থ ছিলাম।
জাজাকাল্লাহ।
২০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:১২
284003
প্যারিস থেকে আমি লিখেছেন : এখন কি সুস্হ্য হয়েছেন । আল্লাহ আপনাকে সম্পূর্ণ সুস্হ্য করে দিন। আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File